[ad_1]
<p style="text-align: justify;"><strong>কলকাতা:</strong> শহরের বুকে প্রথমবার অফলাইন দাবা প্রতিযোগিতা। নব নালন্দা অ্যালুমনি ও নব নালন্দা স্কুলের যৌথ উদ্যোগে কলকাতার বুকে হতে চলেছে ইন্টার অ্য়ালুমনি দাবা প্রতিযোগিতা। আগামী ১৬ ও ১৭ এপ্রিল আয়োজিত হতে চলেছে এই টুর্নামেন্ট। প্রথমবার অফলাইন দাবা প্রতিযোগিতার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলার ২ গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া ও সূর্যশেখর গঙ্গোপাধ্যায়। </p>
<p style="text-align: justify;">নব নালন্দা অ্যালুমনি এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন রকম স্পোর্টস ইভেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এসেছে। এবারও তার ব্যতিক্রম হল না। কোভিড পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে প্রত্য়েকের জীবনে। এই পরিস্থিতিতে দাবাই একমাত্র মাধ্যম হয়ে উঠতে পারে যা থেকে মানসিক শান্তি ও ধৈর্যের পরীক্ষাও দেওয়া যায়। এছাড়াও এক ছাদের তলায় ফের একটি পুণর্মিলনের মঞ্চ। </p>
<p>প্রায় ২৫টি অ্যালুমনির প্রায় ২০০ জন এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। ভিডিও বার্তায় তিনি ও সূর্যশেখর গঙ্গোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন এই উদ্যোগকে। </p>
<p> <br /><br /></p>
<p style="text-align: justify;"> </p>
[ad_2]
Source link