Chennai Super Kings’ Rs 14-crore Signee Deepak Chahar Ruled Out Of IPL 2022

0

[ad_1]

মুম্বই: আইপিএলের আগেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। যার সারাতে এনসিএতে গিয়েছিলেন রিহ্যাবে। সেখানে ধীরে ধীরে নিজেকে সুস্থও করে তুলেছিলেন। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে উঠেই এবার পিঠে চোট পেলেন। যার জন্য এবারের আইপিএলে আদৌ দীপক চাহারকে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। গতবার ১৪ উইকেট নিয়ে দলের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় ভূমিকা নিয়েছিলেন। এবার নিলামে ১৪ কোটি টাকা দিয়েই চাহারকে দলে নিয়েছিল সিএসকে। কিন্তু যা পরিস্থিতি তাতে এই গোটা মরসুমেই হয়ত এবার চাহারকে পাওয়া যাবে না। 

কীভাবে চোট পেয়েছিলেন চাহার?

ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোট পান দীপক চাহার। কলকাতায় খেলা তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন চাহারের উরুর পেশীতে স্ট্রেন হয়। তার পরে ওভার মাঝ পথে ফেলে রেখেই তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হয়। যে কারণে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি। তখন থেকেই চাহার বেঙ্গালুরুর এনসিএ-তে রিহ্যাব করছিলেন। পুরনো চোটই পুরোপুরি সারেনি। এর মাঝে আবার নতুন করে চোট পান তিনি। যার জেরে এই বছর আইপিএলে খেলাই অনিশ্চিত হয়ে পড়েছেে তাঁর।


[ad_2]
Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here