[ad_1]
<p><strong>পুণে</strong>: গতকাল <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>-এ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স দেখান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পেসার হর্ষল পটেল। তিনি ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন। তাঁর দল সহজেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয়। কিন্তু এরপরেই খারাপ খবর পান এই ক্রিকেটার। যে খবরের কথা তিনি কোনওদিন দুঃস্বপ্নেও ভাবেননি। তিনি জানতে পারেন, বোনের মৃত্যু হয়েছে। এই দুঃসংবাদ পেয়েই বায়ো বাবল ছেড়ে বাড়ি চলে যান হর্ষল।</p>
<p>আরসিবি সূত্রে জানা গিয়েছে, বোনের মৃত্যুর খবর পেয়ে মাঠ থেকেই বাড়ির দিকে রওনা হন হর্ষল। পুণে থেকে মুম্বই ফেরার জন্য তিনি টিমবাসেও ওঠেননি। নিজেই বাড়ি ফেরার ব্যবস্থা করেন তিনি। মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে আরসিবি-র। সেই ম্যাচের আগেই হয়তো পারিবারিক বিপর্যয় সামলে ফের দলে যোগ দেবেন হর্ষল।</p>
[ad_2]
Source link