[ad_1]
<p style="text-align: justify;"><strong>পুণে:</strong> এবারের আইপিএলে শুরুটা একদমই ভাল হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। এখনও পর্যন্ত টুর্নামেন্টে ২ টো ম্যাচ খেলেও একটি ম্যাচও জিততে পারেনি তারা। আজ কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে এবারের টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন দল। প্রথম ম্যাচে নাইটরা চেন্নাইয়ের বিরুদ্ধে দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু করেছেন নাইটরা। তবে পরের ম্যাচে আরসিবির বিরুদ্ধে হারতে হয় তাঁদের। কিন্তু মুম্বই যদিও পরপর দিল্লি ও রাজস্থান ২ দলের বিরুদ্ধেই হেরে গিয়েছে। তবে কলকাতা ও মুম্বই ২ দলই এর আগে আইপিএলে মুখোমুখি হয়েছে একাধিকবার।</p>
<p style="text-align: justify;">একনজরে <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স</p>
<p style="text-align: justify;">মোট ম্যাচ: ২৯</p>
<p style="text-align: justify;"><a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a> জয়ী: ৭</p>
<p style="text-align: justify;">মুম্বই জয়ী: ২২</p>
<p style="text-align: justify;">অর্থাৎ পরিসংখ্যান থেকেই বোঝা যাচ্ছে যে পাল্লা ভারি মুম্বইয়ের। কিন্তু পাণ্ড্য ভাইরা এবার মুম্বই শিবিরে নেই। ফলে মিডল অর্ডারে কোথাও একটা ভারসাম্য একটু নড়বড়ে হয়ে গিয়েছে। পোলার্ড ও বুমরাও সেভাবে ফর্মে নেই এখনও। </p>
<p>পুণে ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠ বরবার ব্যাটারদের জন্য স্বর্গ। এমনকী ম্যাচ যত এগােয় ততই স্পিনাররাও পিচ থেকে সাহায্য পাবে বলে মনে করা হচ্ছে।</p>
<p><strong>কামিন্সকে নিয়ে আপডেট</strong></p>
<p>কলকাতা নাইট রাইডার্সের (KKR) পেস বোলিং বিভাগের সেরা ভরসা। আগেও কেকেআরের হয়ে খেলেছেন। নেতৃত্ব দিয়েছেন নাইটদের বোলিংকে। এবারও নিলাম থেকে ৭.২৫ কোটি টাকায় তাঁকে কিনেছিল শাহরুখ খান-জুহি চাওলার দল। যদিও পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলতে ব্যস্ত থাকায় প্যাট কামিন্সকে (Pat Cummins) পায়নি নাইটরা। পরিবর্তে খেলানো হয়েছে টিম সাউদিকে।</p>
<p>পাকিস্তান সফর থেকে ১ এপ্রিল মুম্বইয়ে পৌঁছে কেকেআর শিবিরে যোগ দিয়েছেন কামিন্স। <a href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের নতুন নিয়ম অনুযায়ী তিনদিনের কোয়ারেন্টিন পর্ব চলছিল তাঁর। সোমবারই যা শেষ হল।</p>
<p><a title="আরো পড়ুন: আজ আইপিএলে মুখোমুখি ২ মুম্বইকর, কখন, কোথায় দেখবেন কলকাতা-মুম্বই ম্যাচ?" href="https://bengali.abplive.com/sports/ipl/ipl-2022-mi-vs-kkr-where-to-watch-on-tv-online-and-live-streaming-details-879067" target="_blank" rel="noopener">আরো পড়ুন: আজ আইপিএলে মুখোমুখি ২ মুম্বইকর, কখন, কোথায় দেখবেন কলকাতা-মুম্বই ম্যাচ?</a></p>
[ad_2]
Source link