[ad_1]
<p><strong>মুম্বই:</strong><strong> </strong><a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে (IPL) আজ মুখোমুখি গুজরাত লায়ন্স ও দিল্লি ক্যাপিটালস। কেমন হতে পারে দুই দলের প্রথম একাদশ?</p>
<p>দুই দলই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জিতেছে। বিশেষ করে গুজরাত লায়ন্স (GT) টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নজর কেড়েছে। গুরুত্বপূর্ণ টস জিতেছিলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। প্রথম বলেই তুলে নেওয়া গিয়েছিল কে এল রাহুলের উইকেট। অসাধারণ প্রথম স্পেলে বিপক্ষ শিবিরে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। বল হাতে দাপট দেখিয়েছিলেন লকি ফার্গুসন (Lockie Ferguson) ও রশিদ খানও (Rashid Khan)।</p>
<p>অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচ কার্যত হারতে বসেছিলেন ঋষভ পন্থরা (Rishabh Pant)। কিন্তু অসাধ্য সাধন করে লোয়ার মিডল অর্ডার। ললিত যাদব ও অক্ষর পটেল ৩০ বলে ৭৫ রান যোগ করে দিল্লিকে ম্যাচ জেতান। পাশাপাশি বল হাতে পুরনো কুলদীপের ঝলক দেখা যায়। মাত্র ১৮ রানে তিন উইকেট তুলে নেন তিনি। শার্দুল ঠাকুর মার খেলেও এই ম্যাচে লুনগি এনগিডি ও মুস্তাফিজুর রহমানকে পেয়ে যাচ্ছে দিল্লি । সুযোগ পেলে বল হাতে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন । মিচেল মার্শ দিল্লি শিবিরে যোগ দিলেও তিনি ফিট নন । ডেভিড ওয়ার্নারকেও এই ম্যাচে পাওয়া যাবে না । তিনি লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে পরের ম্যাচে খেলতে পারবেন ।</p>
<p><strong>গুজরাত লায়ন্সের সম্ভাব্য একাদশ: </strong>শুভমন গিল, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), বিজয় শঙ্কর, অভিনব মনোহর, হার্দিক পাণ্ড্য (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, বরুণ অ্যারন, লকি ফার্গুসন ও মহম্মদ শামি ।</p>
<div><strong>দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: </strong>পৃথ্বী শ, টিম সিফার্ট, মনদীপ সিংহ, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার), রোভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর পটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, খলিল আমেদ, মুস্তাফিজুর রহমান/লুনগি এনগিডি ।</div>
<div> </div>
<div><a title="ঝোড়ো সেঞ্চুরিতে আইপিএল জমিয়ে দিলেন বাটলার, রানের পাহাড়ে রাজস্থান" href="https://bengali.abplive.com/sports/ipl/ipl-2022-mi-given-target-of-194-runs-against-rr-in-match-2-at-dy-patil-stadium-878251" target="">ঝোড়ো সেঞ্চুরিতে আইপিএল জমিয়ে দিলেন বাটলার, রানের পাহাড়ে রাজস্থান</a></div>
[ad_2]
Source link