[ad_1]
<p style="text-align: justify;"><strong>মুম্বই:</strong> একেই টানা হার। তার ওপর আবার গোদের ওপর বিষফোঁড়া স্লো ওভার রেট। তাও আবার টানা ২ ম্যাচে। যার জন্য ২৪ লক্ষ টাকা জরিমানা গুনতে হল রোহিত শর্মাকে (Rohit Sharma)। মুম্বই ইন্ডিয়ান্সের বাকি প্লেয়ারদের ৬ লক্ষ টাকা অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে। <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের নতুন নিয়ম অনুযায়ী টুর্নামেন্টে আরও একটি ম্যাচে যদিও এই রকম স্লো ওভার রেটের কবলে পড়তে হয় রোহিতকে। তবে একটি ম্যাচ নির্বাসিত হতে পারেন তিনি। এমনকী ৩০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে তাঁর। একই পরপর হার। তার ওপর এভাবে স্লো ওভার রেটের কবলে পড়ে চাপ বাড়ল রোহিত ও মুম্বইয়ের।</p>
<p style="text-align: justify;"><strong>আইপিএল তরফে বিবৃতি</strong></p>
<p style="text-align: justify;">আইপিএলের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, ”মুম্বই ইন্ডিয়ান্স পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্য়াচে স্লো ওভার রেটের কবলে। এই নিয়ে দ্বিতীয়বার স্লো ওভার রেটের কবলে পড়তে হল। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়়াও দলের বাকি প্লেসারদের ৬ লক্ষ টাকা বা ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হচ্ছে। </p>
<p style="text-align: justify;"><strong>টানা ৫ ম্যাচে হার</strong></p>
<p style="text-align: justify;">টুর্নামেন্ট শুরুর আগে কেউ হয়তো বিশ্বাসই করতে চাইতেন না। কিন্তু কার্যত অসম্ভবই যেন সম্ভব হয়ে উঠছে এবারের আইপিএলে (IPL)। টানা পাঁচ ম্যাচে হেরে গেল মুম্বই ইন্ডিয়ান্স (MI)। যারা আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন। পাঞ্জাব কিংস তাদের হারিয়ে দিল ১২ রানে। পাঞ্জাবের ১৯৮/৫ স্কোর তাড়া করতে নেমে ১৮৬/৯ স্কোরে আটকে গেল মুম্বই। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এল পাঞ্জাব। অন্যদিকে মুম্বই এখনও পয়েন্ট টেবিলের তলানিতে। প্লে অফে যাওয়ার সামান্যতম আশাও বাঁচিয়ে রাখতে হলে বাকি ৯ ম্যাচের আটটি জিততেই হবে মুম্বইকে। যা কার্যত অসম্ভব।</p>
<p><a title="আরো পড়ুন: বিহু নাচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চাহালের সুন্দরী স্ত্রী ধনশ্রী, সঙ্গী রিয়ান পরাগ" href="https://bengali.abplive.com/sports/ipl/ipl-2022-riyan-parag-got-dhanshree-verma-do-bihu-special-dance-watch-funny-video-881037" target="_blank" rel="noopener">আরো পড়ুন: বিহু নাচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চাহালের সুন্দরী স্ত্রী ধনশ্রী, সঙ্গী রিয়ান পরাগ</a></p>
[ad_2]
Source link