IPL 2022: Arjun Tendulkar Is All Set To Make His Mumbai Indians Debut

0

[ad_1]

মুম্বই: বাবার পাশে বসে প্রতিটা ম্য়াচই দেখছেন। এখনও পর্যন্ত সুযোগ হয়নি মাঠে নামার। কিন্তু সিনিয়রদের থেকে বড় ম্য়াচের চাপ কীভাবে নিতে হয়, কীভাবে প্রস্তুতি সারতে হয়, সবকিছুই উপলব্ধি করতে পারছেন। তবে এবার বোধহয় মাঠে নামারও সুযোগ হতে পারে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ছেলে অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar)। মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর সচিন। তাঁর ছেলে অর্জুন দলের সঙ্গেই রয়েছেন। নিলামে বেস প্রাইসেই অর্জুনকে দলে নিয়েছে মুম্বই। 

মুম্বইয়ের জার্সিতে দেখা যাবে অর্জুনকে?

এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৬ ম্যাচেই হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। প্লে অফের দৌড় থেকেও ছিটকে গিয়েছে রোহিত বাহিনী। তাই টুর্নামেন্টে নিজেদের বাকি ম্যাচগুলোতে রিজার্ভ বেঞ্চ দেখে নিতে চাইছে টিম ম্যানেজম্যান্ট। এই পরিস্থিতিতে অর্জুনকেও প্রথম একাদশে প্রথমবার খেলানো হতে পারে। বাঁহিত অলরাউন্ডার অর্জুন লোয়ার অর্ডারে ব্যাটও করতে পারেন। সেক্ষেত্র অলরাউন্ডারি হিসেবেই দলে ঢুকে পড়বেন তিনি। সেক্ষেত্রে এমনও হতে পারে যে নতুন বলে বল করতেও দেখা যেতে পারে অর্জুনকে। টাইমাল মাইলসের পরিবর্ত হিসেবে ঢুকে পড়তে পারেন তিনি। গত কয়েকটি ম্যাচে প্রচুর রান খরচ করেও উইকেট পাননি এই পেসার। 

অর্জুনের কেরিয়ার

অর্জুন এখনও পর্যন্ত সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে ২ টো ম্যাচে খেলেছেন। ঝুলিতে পুরে নিয়েছেন ২ উইকেট। যদিও ইকনমি রেট অনেক বেশি ছিল। প্রায় ৯.৫৭ ইকনমি রেটে বল করেছেন অর্জুন। 

প্রথমবার টানা ৬ ম্যাচে হার মুম্বইয়ের

আইপিএলের ইতিহাসে এর আগে এত বাজে পরিস্থিতি মুম্বই ইন্ডিয়ান্সের কোনওদিনও হয়নি। টানা ৬ ম্যাচ খেলে ৬ ম্যাচই হেরে বসে আছে তারা। অধিনায়ক হিসেবে তো অবশ্যই এমনকী ব্যাটার হিসেবে এবার চরম ব্যর্থ রোহিত শর্মা। তাঁদের পরবর্তী ম্য়াচ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।

 

[ad_2]
Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here