[ad_1]
<p><strong>মুম্বই:</strong> ওরা কেউই এখন আর অধিনায়ক নন। একজন প্রায় এক যুগের ওপর দলকে নেতৃত্ব দেওয়ার পর চলতি মরসুমেই সরে দাঁড়িয়েছেন অধিনায়কের পদ থেকে। আরেকজন গত মরসুমেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর অধিনায়ক থাকতে রাজি নন এই মরসুম থেকে। তবে এখনও চেন্নাই শিবিরে ধোনি ও আরসিবি শিবিরে বিরাট কোহলিই ২ দলের প্রধান মুখ। তাঁদের ঘিরেই পুরো দলের কার্যকলাপ যেন আবর্তিত হয়। আর সেই ২ মহারথীই আজ আরও একবার আমনে-সামনে। কে এগিয়ে? কে শেষ হাসি হাসবেন? এই প্রশ্নের উত্তর হয়ত আরও কিছুটা সময় পর পাওয়া যাবে। কিন্তু ইতিহাস কী বলছে? </p>
<p><strong><a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর</strong></p>
<p>মোট ম্যাচ: ২৮</p>
<p>চেন্নাই জয়ী: ১৮</p>
<p>আরসিবি জয়ী: ৯</p>
<p>ফলাফল হয়নি: ১</p>
<p><strong>২ দলের মুখোমুখি সাক্ষাতে শেষ ৫ ম্যাচ</strong></p>
<p>মোট ম্যাচ: ৫</p>
<p>চেন্নাই জয়ী: ৩</p>
<p>আরসিবি জয়ী: ২</p>
<p><strong>নতুন মরসুম, নতুন অধিনায়ক</strong></p>
<p>নিজের পুরনো দলের বিরুদ্ধে খেলতে নামবেন ফাফ ডু প্লেসি। তাও আবার অধিনায়ক হিসেবে। আরসিবির অধিনায়ক হিসেবে। অন্যদিকে মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) নেতৃত্ব থেকে অব্যহতি দেওয়ার পর সেই দায়িত্ব সামলাচ্ছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। যদিও এখনও পর্যন্ত জাডেজার ঝুলিতে কোনও জয় আসেনি। প্রথম চার ম্যাচেই পরপর হারতে হয়েছে। অন্যদিকে আরসিবি অবশ্য প্রথম চার ম্যাচের মধ্যে একমাত্র প্রথম ম্য়াচে হেরেছে। এরপর শেষ ৩ ম্যাচে টানা জয় এসেছে তাঁদের। স্বভাবতই মঙ্গলবারের দ্বৈরথে নামার আগে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে বিরাটদের।</p>
<p><strong>পয়েন্ট টেবিলে কে কোথায়?</strong></p>
<p>৪ ম্যাচ খেলে ৩ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে তিন নম্বরে রয়েছে ফাফ ডু প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অন্য়দিকে টানা ৪ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে সবার তলানিতে রয়েছে সিএসকে। মুম্বইও টানা ৪ ম্যাচ হেরেছে। কিন্তু রান রেটে তারা চেন্নাইয়ের থেকে এগিয়ে।</p>
<p><a title="আরো পড়ুন: " href="https://bengali.abplive.com/sports/ipl/gt-vs-srh-ipl-2022-hardik-pandya-loses-cool-on-mohammed-shami-fans-slam-gujarat-titans-captain-880522" target="_blank" rel="noopener">আরো পড়ুন: "কোনও দলের অধিনায়ক হওয়ার যোগ্যতা নেই", হার্দিককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ একাংশ ফ্যানের</a></p>
<p> </p>
[ad_2]
Source link