[ad_1]
মুম্বই: আইপিএলের (IPL) কোভিড আতঙ্ক বাড়ছে। দিল্লি (Delhi Capitals) শিবিরে পরপর করোনা (Covid19) আক্রান্ত হওয়ার খবরে নড়চড়ে বসেছে বিসিসিআই। যার জন্য এবার ভেনুও বদলে ফেলা হল। আগামীকাল পুণেতে হওয়ার কথা ছিল দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এবার পুণে নয়। মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামেই আয়োজিত হতে চলেছে এই ম্যাচটি। আইপিএলের তরফে বিবৃতি দিয়ে এমনটা জানানো হয়েছে।
আইপিএলে করোনা হানা
আইপিএলে করোনার প্রকোপ বেড়েই চলেছে। এবার করোনা আক্রান্ত হলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) এক ক্রিকেটার। এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন দিল্লির ফিজিও প্যাট্রিক ফারহার্ট। সূত্রের খবর, এবার আক্রান্ত হলেন এক ক্রিকেটারও। জানা গিয়েছে, আরটিপিসিআর টেস্টে সংশ্লিষ্ট ক্রিকেটারের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত মেডিক্যাল টিমের কড়া নজরদারিতে রয়েছেন ফারহার্ট ও সেই ক্রিকেটার। কিন্তু গত কয়েক মাসে দেশে সংক্রমণের হার অনেকটা কমে যাওয়ায় মহারাষ্ট্রের দু’টি শহরে কোটি টাকার লিগ আয়োজন করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই (BCCI)। আইপিএলের জন্য কড়া জৈব বলয়ের ব্যবস্থা করা হয়। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, তাঁদের পরিবার, এমনকী মাঠকর্মীরাও থাকছেন জৈব বলয়ে। কিন্তু এত সচেতনতা সত্ত্বেও করোনার থাবা এড়ানো গেল না। এখন এই ভাইরাস হানা কীভাবে আটকানো যায় সেটাই দেখার।
দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার করোনা আক্রান্ত
পুণেতে পরের ম্যাচে খেলতে নামার কথা রয়েছে দিল্লির। বর্তমানে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে ক্যাপিটালস। পুণের এমসিএ স্টেডিয়ামে বুধবার ময়ঙ্ক অগ্রবালের পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার কথা রয়েছে দিল্লির। তবে করোনা ধাক্কায় আপাতত পুণে যাত্রা বাতিল করা হয়েছে দিল্লির। ক্রিকেটারের করোনা ধরা পড়তেই স্কোয়াডের সকলকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সকলকেই ডোর টু ডোর ভিত্তিতে নতুন করে করোনা পরীক্ষা করা হবে।
Source link