[ad_1]
<p style="text-align: justify;"><strong>মুম্বই:</strong> আইপিএলে মাত্র ২ ম্যাচে খেলেছিলেন। কিন্তু সেই ২ ম্যাচেই নজর কেড়েছিলেন সবার। জম্মু কাশ্মীরের (Jammu kashmir) তরুণ পেসার রশিক সালামকে নিয়েছিল নাইট শিবির। কিন্তু লোয়ার ব্যাকে ব্যথায় আইপিএল শেষ হয়ে গেল সালামের। এবারের <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে আর দেখা যাবে না এই তরুণ পেসারকে। </p>
<p style="text-align: justify;"><strong>রশিদের বদলি হর্ষিত রানা</strong></p>
<p style="text-align: justify;">সানরাইজার্সের বিরুদ্ধে ম্য়াচের আগেই রশিক সালামের বদলি খুঁজে নিল কলকাতা নাইট রাইডার্স। তবে এখনই দলের সঙ্গে যোগ দিতে পারবেন না এই তরুণ ক্রিকেটার। তাঁকে আপাতত কোয়ারেন্টিনেই থাকতে হবে। এরপর দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন তিনি। </p>
<p style="text-align: justify;"><strong>ছিটকে গেলেন চাহার</strong></p>
<p style="text-align: justify;">আইপিএলে তরফে একটি বিবৃতি দিয়ে দীপক চাহারের ছিটকে যাওয়ার খবরে সিলমোহর দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত চাহারের বদলি কাকে নেবে সিএসকে তা জানা যায়নি। কোনও সরকারি বিবৃতিও এই বিষয়ে দেওয়া হয়। উল্লেখ্য, গত নিলামে ১৪ কোটি টাকা দিয়ে চাহারকে দলে নিয়েছিল সিএসকে। এই প্রথম ১০ কোটির বেশি টাকা দিয়ে কোনও ক্রিকেটারকে দলে নিল সিএসকে। কিন্তু চাহার চোট পাওয়ায় সিএসকে-র পরিকল্পনা ধাক্কা খেল। সূত্রের খবর, এই অলরাউন্ডারের চোট সারতে কয়েক সপ্তাহ সময় লাগবে। এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে চাহারের। এনসিএ-র মেডিক্যাল টিম ও ফিজিওরা কী রিপোর্ট দেন, তার অপেক্ষায় সিএসকে টিম ম্যানেজমেন্ট।</p>
<p style="text-align: justify;"><strong>আজ নাইটদের সামনে হায়দরাবাদ</strong></p>
<p>শুক্রবার আইপিএলে (IPL) মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH)। প্রথম পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জিতে ৬ পয়েন্ট-সহ তালিকায় দুই নম্বরে রয়েছে কেকেআর। অন্যদিকে হায়দরাবাদ প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর টানা দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে।</p>
<p><strong>রাহানে না ফিঞ্চ?</strong></p>
<p>কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে হতে পারে একাধিক বদল। কীরকম? <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a> চলতি <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে ইনিংস ওপেন করাচ্ছে অজিঙ্ক রাহানে ও বেঙ্কটেশ আইয়ারকে দিয়ে। প্রথম ম্যাচে ৪৪ রান করে নজর কেড়েছিলেন রাহানে। কিন্তু তারপর থেকেই মুম্বইকরের সঙ্গী ব্যর্থতা। কীরকম? পরের চার ম্যাচে রাহানে করেছেন যথাক্রমে ৯, ১২, ৭ ও ৮ রান। সব মিলিয়ে ৫ ম্য়াচে ৮০ রান। ব্যাটিং গড় মাত্র ১৬। প্রথম একাদশে রাহানের জায়গা নিয়েই গুরুতর প্রশ্ন উঠে গিয়েছে। নাইট শিবির সূত্রে খবর, অ্যারন ফিঞ্চকে শুক্রবার ওপেনার হিসাবে খেলানো হতে পারে। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিঞ্চ দলের সঙ্গে যোগ দিয়ে প্রস্তুতিও শুরু করেছেন।</p>
[ad_2]
Source link