[ad_1]
মুম্বই: কেকেআরের (Kolkata Knight Riders) অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় ম্যাচেই হারতে হয়েছে আরসিবির (Royal Challengers Bangalore) বিরুদ্ধে। কিন্তু শ্রেয়স আইয়ারের প্রশংসায় পঞ্চমুখ কোচ ব্রেন্ডন ম্যাকালাম। প্রথম ম্যাচে চেন্নাইয়ের (Chennai) বিরুদ্ধে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে কলকাতাকে। কিন্তু লো স্কোরিং ম্যাচে যেভাবে বোলারদের ব্যবহার করেছেন, যেভাবে ফিল্ড প্লেসিং করেছেন শ্রেয়স, তা মুগ্ধ করেছে ম্যাকালামকে।
আরসিবি ম্যাচের পর সাংবাদিক বৈঠকে কলকাতা নাইট রাইডার্সের কোচ বলেন, ”অসাধারণ একটা ম্যাচ। কিন্তু পুরো সময়টাই বোলাররা ব্যাটারদের ওপর প্রভাব সৃষ্টি করেছিল। তবে দলের প্রত্যেকেই নিজের একশো শতাংশ দেওয়ার চেষ্টা করেছে। রাসেল বাউন্ডারি সেভ করতে গিয়ে নিজের কাঁধে চোট পেয়েছে। তার জন্যই ওকে বাড়তি চাপ দিতে চাইনি আমরা। এছাড়া ভেঙ্কটেশ বোলিংয়ে বিকল্প রয়েইছেন।”
Source link