LSG signs Andrew Tye: মার্ক উডের বদলি লখনউ শিবিরে অ্যান্ড্রু টাই

0

[ad_1]
<p><strong>লখনউ:</strong> <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে লখনউ সুপার জায়ান্টস দলে অ্যান্ড্রু টাই। মার্ক উড ছিটকে যাওয়ার পর তাঁর জায়গায় কে আসবেন, তা ছিল বড় প্রশ্ন। এর আগে শোনা যাচ্ছিল যে জিম্বাবোয়ের তরুণ পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে লখনউ। কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার তারকা পেসার অ্যান্ড্রু টাইকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস। এদিন সোশ্যাল মিডিয়ায় সেই খবর প্রকাশ করা হল ফ্র্যাঞ্চাইজির তরফে।</p>
<p>এর আগে,&nbsp;জিম্বাবোয়ের তরুণ পেসার ব্লেসিং মুজারাবানি। প্রথমে জানা গিয়েছিল যে নেট বোলার হিসেবে দলের সঙ্গে রয়েছেন মুজারাবানি। তবে সূত্রের খবর, মার্ক উডের বদলি হিসেবেই জিম্বোবোয়ের এই বোলারকে দলে নেওয়া হয়েছে।&nbsp;ব্লেসিং মুজারাবানি ২৫ বছরের এই তরুণ জিম্বাবোয়ের পেসার।&nbsp;</p>
<p>গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ডান হাতের কনুইয়ে চোট পান উড। পরীক্ষা করার পরে চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কয়েক সপ্তাহ বল করতে পারবেন না তিনি। তার পরেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ECB) তরফে সে কথা লখনউ ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেওয়া হয়েছিল।&nbsp;</p>
<p>এ বারের নিলামে উডের জন্য ঝাঁপিয়েছিল বেশ কয়েকটি দল। শেষ পর্যন্ত তাঁকে সাড়ে ৭ কোটি টাকা দিয়ে কেনে লখনউ। উডকে নেওয়ার পরে দলের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী হয়েছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ১৭ ওভার বল করেই মাঠ ছেড়েছিলেন উড। অবশেষে খারাপ খবর এল লখনউয়ের জন্য।&nbsp;</p>
<p>কিছুদিন আগেই লখনউয়ের থিম সং লিক হয়ে গিয়েছিল বলে একটি খবর চাউর হয়েছিল। এরপরই এদিন তড়িঘড়ি সেই থিম সং প্রকাশ্যে আনা হল। একইসঙ্গে প্রকাশ্যে আনা হল দলের জার্সিও। লখনউ সুপার জায়ান্টসের থিম সং-এর প্রধান ট্যাগ লাইন হিন্দিতে &nbsp;’অব আপনি বারি হ্য়ায়’। গানটি গেয়েছেন ও সুর করেছেন বর্তমানে সুপার-ডুপার হিট বাদশা (Badshah)। ভিডিও অ্যালবামটির &nbsp;পরিচালনা করেছেন কোরিওগ্রাফার ডিরেক্টর রেমো ডিসুজা। গানটি পুরোটাই শুটিং করা হয়েছে লখনউ শহরে। ট্যাগলাইনটি ক্লাবের পারফরম্যান্স এবং শ্রেষ্ঠত্বের আকাঙ্ক্ষাকেই বোঝায় বলে জানিয়ছে লখনউ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যেই গানটি নেট দুনিয়ায় ঝড় তুলেছে।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>

[ad_2]
Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here