MI vs CSK, 1 Innings Highlight: ক্যাচ ফেলার রাতে বল হাতে নজর কাড়লেন মুকেশ, চেন্নাইয়ের সামনে জয়ের লক্ষ্য ১৫৬

0

[ad_1]
<p><strong>মুম্বই:&nbsp;</strong>দুই দল মিলিয়ে ৯বার জিতেছে আইপিএল ট্রফি। চলতি আইপিএলে অবশ্য বেকায়দায়। মুম্বই ইন্ডিয়ান্স হাফ ডজন ম্যাচ হেরে বসেছে। চেন্নাই সুপার কিংসের ঝুলিতে মাত্র এক জয়। বৃহস্পতিবার দুই দলের কাছেই যেন মরণ-বাঁচন ম্যাচ। যে ম্যাচে প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স তুলল ১৫৫/৭।</p>
<p>চেন্নাইয়ের হয়ে বল হাতে আগুন ছোটালেন মুকেশ কুমার। নিলেন তিন উইকেট।</p>
<p>টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাইয়ের অধিনায়ক রবীন্দ্র জাডেজা। চলতি আইপিএলে কার্যত ম্য়াচ জেতার ফর্মুলাই হয়ে দাঁড়িয়েছে, টস জেতো, বিপক্ষকে আগে ব্যাট করতে পাঠাও। তারপর রান তাড়া করো। এবারের <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের গ্রুপ পর্বের খেলা হচ্ছে মহারাষ্ট্রের দুই শহর মুম্বই ও পুণেতে। সন্ধের পর থেকে শিশির পড়ছে। তাই পরের দিকে বল গ্রিপ করতে সমস্যায় পড়ছেন বোলাররা। সব অধিনায়কই তাই চাইছেন শুরুতে ফিল্ডিং করে নিতে। এবং রান তাড়া করতে নেমে প্রতিপক্ষ বোলারদের শিশির সমস্যার ফায়দা তুলতে। জাডেজাও যে নিয়মের ব্যতিক্রম হতে দেননি।</p>

[ad_2]
Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here