[ad_1]
<p>ফের প্রকাশ্যে মোহনবাগান ক্লাব (Mohun Bagan Athletic Club) কর্তাদের অন্তর্দ্বন্দ্ব। মাঠ সচিব পদ থেকে ইস্তফা তন্ময় চট্টোপাধ্যায়ের। নতুন মাঠ সচিব হলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের আত্মীয় পিন্টু বিশ্বাস। এদিকে, মোহনবাগানের মাঠ সচিব হিসেবে পিন্টুর নাম প্রস্তাবের বিরোধিতা করেন ক্লাবের ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়। দু’বছর ক্লাবের সদস্যপদ নবীকরণ করেননি পিন্টু, দাবি স্বপনের।</p>
[ad_2]
Source link