[ad_1]
<p><strong>পুণে : </strong>চলতি আইপিএলে প্রথম জয়ের খোঁজে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা চলতি মরসুমের অভিযানে প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরেছে। অপরদিকে, ৩ ম্যাচের মধ্যে দুটিতেই জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলি- ফাফ ডু প্লেসির স্কোয়াডকে ভরসা জোগাচ্ছে দীনেশ কার্তিকের ব্যাটিং ফর্ম।</p>
<p><strong>চলতি আইপিএল-এ খারাপ শুরু মুম্বইয়ের</strong></p>
<p>এর আগে একাধিকবার এই ধরনের পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে মুম্বই। ২০০৮, ২০১৪, ২০১৫ ও ২০১৮ সালের <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>-এও মুম্বইয়ের শুরুটা খারাপ হয়েছিল। এবারও তাই ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী মুম্বই শিবির।</p>
<p>ব্যাটিংয়ের পাশাপাশি এবার বোলিং ব্যর্থতাও মুম্বইকে ভোগাচ্ছে। বাসিল থাম্পি, টাইমাল মিলস, ড্যানিয়েল স্যামসরা প্রচুর রান দিচ্ছেন। এখনও বড় রান পাননি রোহিত ও দলের অন্যতম ভরসা কাইরন পোলার্ড। তবে ফর্মে আছেন সূর্যকুমার যাদব। যদিও জয় পেতে গেলে দলের সবাইকে ভাল পারফরম্যান্স দেখাতে হবে।</p>
<div class="section uk-padding-small uk-flex uk-flex-center uk-flex-middle">
<div class="uk-text-center">
<div id="div-gpt-ad-1617272736135-0" class="ad-slot">
<div id="google_ads_iframe_/2599136/InRead_1x1_Bengali_0__container__"><strong>আত্মবিশ্বাসী আরসিবি</strong></div>
</div>
</div>
</div>
<p>অন্যদিকে, তিন ম্যাচের মধ্যে দু’টিতে জয় পাওয়ায় আত্মবিশ্বাসী আরসিবি। নতুন অধিনায়ক ফাফ দু প্লেসি ভালভাবেই দল পরিচালনা করছেন। প্রথম তিন ম্যাচে দলে না থাকলেও, আজ ফিরছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। ফলে আরসিবি-র শক্তি বাড়বে। ব্যাটিং বিভাগে বিরাট, দীনেশ কার্তিকরা আরসিবি-র বড় ভরসা। বোলিং বিভাগে বাংলার আকাশ দীপ,মহম্মদ সিরাজ, হর্ষল পটেল ভরসা।</p>
<p>মুম্বইয়ের বোলিং বিভাগে প্রধান ভরসা জসপ্রীত বুমরাহর বিরুদ্ধে টি-২০ ম্যাচে কার্তিকের রেকর্ড বেশ ভাল। টি-২০ ম্যাচে একবারও কার্তিককে আউট করতে পারেননি বুমরাহ। এই পেসার অবশ্য় ম্যাক্সওয়েলের বিরুদ্ধে বেশ সফল। ১৫ বারের সাক্ষাতে ৭ বার ম্যাক্সওয়েলকে আউট করেছেন বুমরাহ। মুম্বইয়ের বিরুদ্ধে ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন হর্ষল।</p>
[ad_2]
Source link