[ad_1]
<p style="text-align: justify;"><strong>মুম্বই:</strong> শুরুটা ভাল না হলেও মাঝের ওভারে নীতিশ রানার অর্ধশতরান ও শেষে আন্দ্রে রাসেলের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে বোর্ডে ১৭৫ রান তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। ৩৬ বলে ৫৪ রানের ইনিংস খেলেন নীতিশ রানা। অন্যদিকে ২৫ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। </p>
<p style="text-align: justify;"><strong>সানরাইজার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a>ের</strong></p>
<p style="text-align: justify;">টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। এদিন নাইট শিবিরে ৩টি বদল করা হয়েছিল রাহানের বদলে ওপেনিংয়ে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গী হয়েছিলেন অ্য়ারন ফিঞ্চ। এছাড়া দলে ঢুকেছিলেন শেল্ডন জ্যাকসন ও আমন হাকিম খান। কিন্তু কলকাতার জার্সিতে প্রথম ম্যাচ একদমই ভাল গেল না ফিঞ্চের। প্রথম ওভারে একটি ছক্কা হাঁকালেও পরের ওভারেই মাত্র ৭ রান করে প্য়াভিলিয়নে ফিরলেন অজি তারকা। এরপর ধারাবাহিকভাবে পরপর উইকেট হারাতে থাকে নাইটরা। প্যাভিলিয়নে ফেরেন ভেঙ্কটেশ, নারাইন। এরপর দলের হাল ধরেন অধিনায়ক <a title="শ্রেয়স আইয়ার" href="https://bengali.abplive.com/topic/shreyas-iyer" data-type="interlinkingkeywords">শ্রেয়স আইয়ার</a> ও নীতিশ রানা। ২ জনে মিলে পার্টনারশিপ গড়ে তোলেন। তবে ইনিংসের দশম ওভারের শেষ বলে দুর্দান্ত ইয়র্কারে শ্রেয়সকে আউট করেন উমরান মালিক। শ্রেয়স ২৮ রান করেন। ব্যর্থ শেল্ডন জ্যাকসনও। তবে নীতিশ রানা এদিন গুরুত্বপূর্ণ সময়ে অর্ধশতরানের ইনিংস খেলেন। ৬টি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে ৩৬ বলে ৫৪ রানের ইনিংস খেলেন রানা। শেষ দিকে আন্দ্রে রাসেল </p>
<div class="uk-margin" style="text-align: justify;"> </div>
[ad_2]
Source link